মনীষা কর বাগচী
লজ্জা, ভীষণ লজ্জা
মনীষা কর বাগচী
সঙ্গমে সুখ
ধর্ষণে ? অকল্পনীয় সুখ
কি অমানুষিক সুখ! বোঝানো যাবে না...
একটা মাংস পিন্ড বৈ আর তো কিছু নয়!
কামড়ে মুচড়ে চেটেপুটে খাওয়া
পৈশাচিক উল্লাসে উন্মত্ত হওয়া
হাঁড় ভাঙার শব্দে কাঁপবে ধরিত্রী
রক্ত গঙ্গায় হবে স্নান
চিৎকারে ফাটবে আকাশ
শ্বাসনালী দিয়ে ঝরবে ঝর্ণা
তবেই না তৃপ্তি?
হাততালি দাও,জিতে গেছ।
কেউ দেখেনি, কেউ না।
দেখলেও কেউ কিচ্ছু বলবে না
রাজনীতি ভাই রাজনীতি
ভয় নেই
একদিন মিটিং মিছিলও বন্ধ হবে
ভুলে যাবে মানুষ।
শুধু মা কাঁদবে, রক্ত ঝরাবে বাবা
পাঁজরের হাড়গুলো জুড়বেনা আর কোনোদিন।
আর কোনো মা ডাক্তার বানাবে না মেয়েকে
৩৬ ঘন্টা ডিউটি করতে পাঠাবে না বাবা
দিন রাত হাঁড় ভাঙা পরিশ্রম করবে না কোনো মেয়ে ডাক্তার হওয়ার জন্য।
সমাজ বাঁচাতে গিয়ে নিজে কেন মরবে এমন কুৎসিত মরন?
চারিদিকে ফিসফাস
কে যেন কাঁদছে, কারা যেন কাঁদছে
মা মা করে কাঁদছে
ঘুমোতে পারছি না
পারছি না ঘুমোতে
কিছুতেই স্বস্তি পাচ্ছিনা!
কেমন করে পারিস রে ?
এমন নির্যাতন? এমন?
তোদের জন্মও তো কোনো এক নারী দিয়েছিল
তুই তোর মাকে ধর্ষণ করলি
সম্পূর্ণ নারী সমাজকে রক্তাক্ত করলি! ছিঃ
লজ্জা, ভীষণ লজ্জা
এদের জন্ম আমরাই দিই...

পাঠকের মতামতঃ